Hooghly

Mar 09 2023, 15:15

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 09.03.2023.


AITC leader Aditya Neogi offers prayers at a temple in Bansberia Municipality of Saptagram Assembly Constituency,Hooghly.

Hooghly

Mar 09 2023, 14:35

বৈদ্যবাটিতে ক্ষোভের মুখে দিদির দূত!


হুগলী : বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতোর নেতৃত্বে দিদির দূতেরা বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছিলেন দিদির সুরক্ষা কবচের। ১৭ নম্বর ওয়ার্ডে মাটিপাড়া গাজন সমিতির মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচি শুরু হয়। সেখানেই বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধানকে। প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি তৈরির ক্ষেত্রে স্বজনপোষণ ও অবৈধভাবে পুকুর ভরাট করে নির্মাণের অভিযোগ নিয়ে ক্ষোভ দেখান বাসিন্দারা। সাধারণ মানুষের অভিযোগ বৈদ্যবাটির ১৭ নম্বর ওয়ার্ডে বেআইনিভাবে পুকুর ভরাট করে পুকুরের উপর নির্মাণ কার্য চলছে ।

স্থানীয় বাসিন্দা সৃজিত দে জানান,কয়েক বছর আগে এই ৭০ শতক পুকুরের কিছু অংশ ভরাট করে অবৈধ নির্মাণ হচ্ছিল,এলাকাবাসী বিভিন্ন প্রশাসনিক স্তরে আবেদন করলে তা বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। পুনরায় ওই পুকুরের বেশ কিছু অংশ ভরাট করে অবৈধভাবে নির্মাণ কাজ শুরু হয় । এই বিষয়ে পুরসভা কোন ব্যবস্থা নেয়নি।তাদের দাবি অবৈধ নির্মাণ বন্ধ করে পুকুর পূর্বের অবস্থায় ফেরত দেওয়া হোক।

ওই ওয়ার্ডে কাউন্সিলর দেবরাজ দত্ত জানান,এটা দীর্ঘদিনের সমস্যা। আগে পৌরসভার তরফ থেকে কাজ বন্ধ করা হয়েছিল ।পুনরায় নির্মাণ শুরু হতেই স্থানীয়রা অভিযোগ দিয়েছেন ।পুরসভা যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

এরপর চক বারোয়ারি, মন্দিরে পুরপ্রধান ও শাসক দলের কর্মকর্তারা পুজো দিতে যান। সেখানেও মন্দিরের ভেতরের চোখে পড়ে দলীয় পতাকা। এই নিয়ে ক্ষোভ এলাকাবাসীর একাংশের। পুরপ্রধান পিন্টু মাহাত জানান,বৈদ্যবাটি পুরসভা আবাস যোজনা ক্ষেত্রে কোন ঠিকাদার নিযুক্ত করেনি, উপভোক্তরা নিজেরা তাদের নিযুক্ত করেছে এর দায় তাদের নিজেদের। অন্যদিকে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ প্রসঙ্গে বলেন এ বিষয়ে সাধারণ মানুষের অভিযোগ পেয়েছি, এক্ষেত্রে যদি কোন বেনিয়ম দেখি সেখানে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। পুরসভা যেখানে কোনরকম নির্মাণ করার অনুমোদন দেয়নি সেখানে নির্মান বেআইনি হিসাবেই হিসাবে ধরা হবে।

Hooghly

Mar 07 2023, 16:35

*দোল উৎসবে মাতল হুগলির পূণ্য ভূমি গোঘাট থানার কামার পুকুর*


হুগলি: দোল উৎসবে মাতল পূণ্য ভূমি গোঘাট থানার কামার পুকুর। রামকৃষ্ণ মঠে দোল উপলক্ষে সকাল থেকে শুরু হয় বিশেষ পুজো পাঠ,আরতী ও নাম সংকীর্তন। দোলের সকালে কামার পুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা ধুতি পাঞ্জাবী পরে মুখে আবির মেখে নাম সংকীর্তনে মাতে।দেশের নানা প্রান্ত থেকে ভক্তরাও আসেন কামারপুকুর মঠে।রঙ আবিরে এদিন কামার পুকুর মঠ চত্বর রঙিন হয়ে ওঠে।

কামারপুকুর মঠের মহারাজ লোকোত্তরানন্দজি বলেন,গোটা দেশে দোল উৎসব পালিত হয়।কামারপুকুরে যে হেতু রামকৃষ্ণের জন্মস্থান তাই এখানে জাঁক একটু বেশি।বহু ভক্তের সমাগম হয়।স্থানীয়রাও যোগ দেন দোলে।রামকৃষ্ণ বলেছিলেন,যে রাম সেই কৃষ্ণ রামকৃষ্ণের মধ্যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল।কামারপুকুরে তাই দোল উৎসব একটু ভালো করেই হয়। হরিনাম সংকীর্তন হয় সাধু ব্রহ্মচারীরা নৃত্য করেন।

Hooghly

Mar 06 2023, 19:08

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 06.03.2023.


Rishra Municipality Chairman Vijay Sagar Mishra observes Pratisthan Paridarshan module of Didir Suraksha Kawach campaign in several wards of the municipality at Hooghly.

Hooghly

Mar 05 2023, 16:37

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 05.03.2023.


AITC leader Swati Khandoker interacts with the locals of Garalgacha gram panchayat, Chanditala-II Block at Hooghly.

Hooghly

Mar 05 2023, 12:53

হুগলির শেওড়াফুলি রুটে জি টি রোডের ওপর তারকেশ্বর রেলগেট সংস্কারের দাবিতে জিটি রোড অবরোধ


হুগলি :হুগলির শেওড়াফুলি থেকে বৈদ্যবাটি যাওয়ার রাস্তায় জি টি রোডের ওপর তারকেশ্বর রেলগেট। জিটি রোড সম্প্রসারণের কাজ শেষ হওয়ার পর যথেষ্ট বেশি গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। ব্যস্ততম এই রাস্তার উপর তারকেশ্বর রেলগেটের অবস্থা কিন্তু সেই জরাজীর্ণ। রেললাইন সম্প্রসারণের উদ্দেশ্য জিটি রোডের ওপর এই রেল লাইনের অংশ মাঝেমধ্যেই ভেঙে বা খুঁড়ে রেখে দেওয়া হয় বলে অভিযোগ। ফলে গাড়ি চলাচলের সময় বিপদ ঘটছে অনবরত। ছোট গাড়ি থেকে বড় গাড়ি যাওয়ার সময় দুর্ঘটনাও ঘটছে। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার ঘটনাও নতুন কিছু নয়।

এর বিরুদ্ধেই আজ পথে নামল শহর শেওড়াফুলি তৃণমূল কংগ্রেস। গতকাল ই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আজ সকাল বেলা তারকেশ্বর গেট এ রেললাইনের উপর অবরোধ করে তারা। তৃণমূলের দাবি রাস্তা সম্প্রসারণের নামে এই অব্যবস্থা চলতে দেওয়া যাবেনা। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর রেল কর্তৃপক্ষ সেখানে আসে। তারা আশ্বাস দেয় শীঘ্রই সারিয়ে ফেলা হবে রাস্তার উপর রেলের এই অংশ।

Hooghly

Mar 03 2023, 17:32

*একই সঙ্গে জলে ডুবে দুই ভাইয়ের মৃত্যু*


হুগলি : গোঘাট থানার মান্দারন পঞ্চায়েতের মিঠাই চক এলাকায়।মৃত দুই শিশু নাম আফরান আলি মল্লিক (৩) এবং রাহিল আলি মল্লিক (৬)।বাড়ি মান্দারনের মিঠাইচক গ্রামে। মৃত দুই শিশুর বাবার নাম সাহির আলি মল্লিক। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন সকাল বেলা ছোট ভাই আফরান আলি খেলতে বের হয়। আনুমানিক ১১ টা নাগাদ ছোট ভাই আফরান আলি মল্লিক কে আর খুঁজে পাওয়া যায়নি। বড়ো ভাই রাহিল খেলার সময় পাশেই ছিলো। সে নাকি প্রথম দেখতে পায় ছোট ভাই জলে ডুবে যাচ্ছে।

তাই ছোট ভাইকে জল থেকে তুলতে গিয়ে রাহিলও জলের তলায় তলিয়ে যায়।দীর্ঘক্ষন বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খেলার মাঠ থেকে শুরু করে পুকুর পাড় পর্যন্ত খোঁজাখুঁজি চলে। কিন্তু দুই ভাইকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে প্রতিবেশীরা পুকুর পাড়ে খোঁজাখুঁজি সময় জলের মধ্যে আফরান আলীর দেহ ভাসতে দেখে। দ্রুত পুকুরের জল থেকে আফরাবের নিথর দেহ পারে তোলা হয়।তবে তখনও বড় ভাই রাহিল আলীর দেহ খুঁজে পাওয়া যায়নি।

এমনকি জলে ভাসতেও দেখা যাচ্ছিল না। তাই গ্রামের মানুষ বাধ্য হয়েই পুকুরের জলে জাল ফেলতে শুরু করে। জাল টেনে পুকুর থেকে রাহিলের নিথর দেহ উদ্ধার হয় । গ্রামের মানুষ বুঝতে পারলেও দুটো শিশুর দেহ নিয়ে দ্রুত গোঘাটের কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা পরীক্ষা করে দুটি শিশুরই মৃত্যু হয়েছে বলে ঘোষনা করে। পরিবারের দুই সন্তানের মৃত্যুতে শোকের ছায়া গ্রাম জুড়ে।।

Hooghly

Mar 03 2023, 16:35

আদালতের নির্দেশে মৃত্যু রহস্যের কিনারা করতে কবর থেকে মৃতদেহ ফরেনসিক


হুগলি:খানাকুলের হুগলি। আদালতের অর্ডারে এক ব্যক্তির মৃত্যু রহস্যের কিনারা করতে কবর থেকে মৃতদেহ তুলে ফরেনসিক পরীক্ষার জন্য কলকাতার ল্যাবে পাঠালো প্রশাসন। ঘটনাটি হুগলির খানাকুল থানার রাধাবল্লভপুর গ্রামে। আজ বারো সদস্যের সিআইডির একটি প্রতিনিধি দল ও মহকুমা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট রাধাবল্লভপুর গ্রামে যান। যেখান থেকে মৃতদে উদ্ধার হয়েছিল সেই জায়গা পরিদর্শন করেন এবং কবর থেকে মৃতদেহ তুলে পরীক্ষার জন্য পাঠান।

জানা গিয়েছে ,পুলিশি তদন্তে সন্তুষ্ট না হয়ে খুনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলো হুগলির খানাকুল থানার রাধাবল্লভপুর গ্রামের এক পরিবার।সেই মৃতু রহস্যের কিনারা করতে হাইকোট সিআইডি তদন্ত দেয়।সেই নির্দেশের পরিপেক্ষিতে কয়েকদিন আগেই রহস্যজনক মৃত্যুর তদন্ত করতে মৃত হারুন অল রসিদের বাড়ি এসেছিলো সিআইডি। তখন মৃতের পরিবারের দাবি ছিলো মৃতদেহ কবর থেকে তুলে নতুন করে ময়নাতদন্ত করা হোক।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ ই আগষ্ট হুগলির খানাকুল থানার রাধাবল্লভপুরের বাসিন্দা হারুন অল রসিদের মৃতদেহ বাড়ির পাশের একটি চাষের জমি থেকে পাওয়া যায়। ওই দিনই থানায় অভিযোগ দায়ের হয়। কিন্তু সুত্র থেকে জানা যাচ্ছে,পুলিশ সেটিকে এফআইআর হিসাবে দায়ের করে ২০২২ সালের ২২ আগষ্ট। তার কয়েক মাস পর ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে মামলা ক্লোজ করে দেয় পুলিশ। পুলিশের এই তদন্তে সন্তুষ্ট না হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার। তাদের দাবি হারুন অল রসিদকে খুন করা হয়েছে। এর সঠিক তদন্তের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার।এদিনের ঘটনা প্রসঙ্গে মৃতের পরিবারের তরফ থেকে বলেন, সিআইডি তদন্ত শুরু হয়েছে বলে আমরা খুশি।আমরা চাই অভিযুক্তদের ফাঁসি হোক।

Hooghly

Mar 03 2023, 15:47

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 03.03.2023


AITC leader Arindam Guin visits a healthcare centre in Rameswarpur Gopalnagar gram panchayat, Pandua Block, as part of the Anchale Ek Din initiative of Didir Suraksha Kawach campaign at Hooghly.

Hooghly

Mar 03 2023, 15:44

জোড়া খুনের ঘটনায় জড়িত অভিযুক্ত ধরা পড়ল চন্দননগর পুলিশের জালে


হুগলি: জোড়া খুন করে বিহার থেকে চন্দননগরে পালিয়ে এসে পুলিশের জালে অভিযুক্ত। বিহারের সমস্তিপুর জেলার তাজপুর থানা এলাকার মোরবা গ্রামের যুবক মহ: আফরেজ সেখানকার বাসিন্দা শুভম মিশ্রকে গুলি করে হত্যা করে। এই ঘটনা দেখে ফেলে আনমোল কুমার। সেই কারণে তাকেও গুলি করে সে। এই জোড়া খুন করে চন্দননগরের কলুপুকুরে পালিয়ে আসে বিহারের আফরেজ।

গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ চন্দননগরের কলুপুকুর থেকে আটক করে তাকে।এই খবর পেয়ে বিহারের পুলিশ চন্দননগর থানায় এসে অভিযুক্ত কে বিহারে নিয়ে যায়।অভিযুক্তর নিকট আত্মীয় রয়েছে চন্দননগর ও শিয়ালদায়।

তবে কি কারণে হত্যা তা সঠিক এখনো বলতে পারেনি পুলিশ। তারা জানিয়েছে পুরনো শত্রুতা অথবা কোনো মহিলা সংক্রান্ত বিষয়ে এই ঘটনা ঘটতে পারে। সবটাই তদন্ত চলছে। আরও কেউ এই ঘটনার সাথে যুক্ত কিনা তা ও খতিয়ে দেখা হবে।